দুই ভাই কাজ করেন একই কারখানায়। একসঙ্গেই কারখানায় যান। মঙ্গলবারও বাইক নিয়ে কাজে বার হন দুই সহোদর। বাইক চালাচ্ছিলেন ভাই। পিছনের আসনে বসেছিলেন দাদা। মধ্যমগ্রাম উড়ালপুলের কাছে দাদাকে বাইক থামাতে বলেন দাদা। ভাই তা-ই করেন। এর পরের ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না ভাই। তাঁর চোখের সামনে উড়ালপুল থেকে নীচেRead More →