একটি লাথির জন্য!
2025-04-13
সকাল সকাল কালো এসইউভি-টা এসে দাঁড়ায় সিংদরজার সামনে। তিনি নামেন। সাধারণত স্ত্রী থাকেন সঙ্গে। পতির পরনে মামুলি ট্র্যাক বটম আর সাদা টি-শার্ট। পত্নীর পরিধেয়ও তেমনই। কোনও হাঁকডাক নেই। হল্লাগুল্লা নেই। দু’জনে পাশাপাশি গেট পেরিয়ে ঢুকে পড়েন ভিতরে। তাঁদের সঙ্গে আগত সান্ত্রীরা ঢোকেন না। তাঁরা দাঁড়িয়ে থাকেন পাঁচিলের বাইরে কালো গাড়িটাRead More →