নোয়াপাড়ায় পাল্টানোর ঝক্কি নেই, একই মেট্রোয় বিমানবন্দর থেকে চলে যাওয়া যাবে শহিদ ক্ষুদিরামে, রইল সূচি
2025-12-14
বিমানবন্দর থেকে সরাসরি এ বার পৌঁছে যাওয়া হবে শহিদ ক্ষুদিরামে। না, নোয়াপাড়ায় নেমে অন্য মেট্রো ধরার ঝামেলা নেই। জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া হয়ে একই মেট্রোতে পৌঁছে যাওয়া যাবে শহিদ ক্ষুদিরাম স্টেশনে। কলকাতা মেট্রো সূত্রে খবর, আপাতত দিনে দু’টি সরাসরি মেট্রো চলবে। দিনের ব্যস্ত সময়েই ওই দুই পরিষেবা মিলবে বলেRead More →

