আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত। তবে ইস্টবেঙ্গলের ফুটবলার নেওয়ার প্রক্রিয়া থামছে না। একই দিনে দুই ফুটবলারকে সই করাল তারা। ইস্টবেঙ্গলে সই করেছেন এডমুন্ড লালরিনডিকা এবং বিপিন সিংহ। দু’জন যে ইস্টবেঙ্গলে আসছেন, এমনটা আগেই জানানো হয়েছিল। রবিবার সকালে ইস্টবেঙ্গল আগে জানায় এডমুন্ডের সইয়ের কথা। এই ফুটবলার আগেও লাল-হলুদ জার্সি গায়ে খেলেছেন। ইন্টার কাশীRead More →