ভয়াল মেঘভাঙা বৃষ্টিতে মুছে গিয়েছে গ্রাম! চাপা পড়েছে ঘরবাড়ি, গাছপালা। উত্তরাখণ্ডের উদ্ধার কাজ চালাতে গিয়ে কমপক্ষে ১০ জন সেনাও নিখোঁজ বলে খবর। এখনও মৃত ৪। খোঁজ নেই পঞ্চাশ জনেরও বেশি মানুষের। কখনও হিমাচল, কখনও উত্তরাখণ্ড। ক্লাউডবার্স্ট, ফ্ল্যাশফ্লাডে, বৃষ্টি-ধসে ব্যতিব্যস্ত বিস্তীর্ণ হিমালয়। এবার ভয়ংকর প্লাবন ক্ষীর গঙ্গায়, ধারালি গ্রামে।  গঙ্গোত্রী ধামেRead More →