উত্তরকাশীতে হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি! নিখোঁজ ন’জন জওয়ান, শিবিরের বাকিরা নেমে পড়েছেন উদ্ধারকাজে
2025-08-05
উত্তরখণ্ডের ধারালি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির কারণে আচমকা নেমে আসে হড়পা বান। ভেসে যায় একের পর এক বাড়ি, হোটেল। ধারালি থেকে চার কিলোমিটার দূরে হর্ষিলের সেনা ছাউনিও কোপে পড়েছে। নিখোঁজ হয়েছেন সেখানকার অন্তত নয় জওয়ান। এই ধাক্কা সামলে বাকিরা নেমে পড়েছেন উদ্ধারকাজে। এখন পর্যন্ত ইন্দো-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা হড়পাRead More →

