উইম্বলডন ফাইনালে হারের ধাক্কা এখনও টাটকা! দুঃস্বপ্নের রাত ভুলতে চান আনিসিমোভা
2025-07-13
উইম্বলডনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে যে আমান্ডা আনিসিমোভা এ ভাবে হারবেন তা ভাবা যায়নি। ইগা শিয়নটেকের কাছে ০-৬, ০-৬ হারতে হয়েছে তাঁকে। সেই হারের ধাক্কা এখনও টাটকা আনিসিমোভার মনে। শিয়নটেকের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে চান আমেরিকার টেনিস খেলোয়াড়। ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কেরিয়ারের প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেনRead More →

