উইম্বলডনের ফাইনালে উঠে গেলেন কার্লোস আলকারাজ়‌। শুক্রবার প্রথম সেমিফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজ়‌কে হারালেন ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ গেমে। আগের দু’বার সেন্টার কোর্টে ট্রফি জিতেছেন আলকারাজ়‌। আগামী রবিবার স্পেনের খেলোয়াড় নামবেন হ্যাটট্রিক করতে। উল্লেখ্য, কিছু দিন আগে ফরাসি ওপেনও জিতেছিলেন তিনি। ফাইনালে ইয়ানিক সিনার বনাম নোভাক জোকোভিচ ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেনRead More →