আলেকজ়ান্ডার জ়েরেভ, কোকো গফ, ড্যানিল মেদভেদেভ, হোলগার রুন, জেসিকা পেগুলা, কুইনওয়েন ঝেং, পাওলা বাদোসা— তালিকা অনেক লম্বা। গফ গত মাসেই ফরাসি ওপেন জিতেছেন। ঝেং আবার অলিম্পিক্সে সোনাজয়ী। তাঁরা প্রত্যেকেই উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। এ বারের উইম্বলডনের প্রথম দু’দিনেই প্রথম রাউন্ডে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৬৪ বাছাই খেলোয়াড়েরRead More →