একই দিনে তিন বিদেশি ফুটবলারের সই করার কথা জানাল ইস্টবেঙ্গল। আর্জেন্টিনার ফুটবলার কেভিন সিবিলেকে সই করিয়েছে তারা। পাশাপাশি ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা এবং প্যালেস্তাইনের মহম্মদ রশিদ সই করেছেন ইস্টবেঙ্গলে। এর মধ্যে রশিদ বৃহস্পতিবার রাতেই কলকাতায় চলে এসেছেন। বাকিরাও দ্রুতই এসে যাবেন। মিগুয়েল ৮ নম্বর জার্সি, কেভিন ৬ নম্বর এবং রশিদ ৭৪Read More →