ইডি-অভিযান নিয়ে বিবৃতি দিল আইপ্যাক। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে এবং সল্টলেকের অফিসে ইডি হানার ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিক ভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল তারা। বিবৃতিতে আইপ্যাক বৃহস্পতিবার ইডি অভিযান নিয়ে নিজেদের ‘উদ্বেগের কথা’ প্রকাশ করেছে। তবে এ-ও জানিয়েছে, আইন মেনে চলবে তারা। আইনের প্রতি সম্মান জানিয়ে পূর্ণRead More →