দৃশ্য এক: ১ মে, ২০২৩। কালো এসইউভির ছাদে দাঁড়িয়ে ভিড়কে অভিবাদন জানাচ্ছেন তিনি। পরনে সাদা ফুলহাতা শার্ট, কালো ট্রাউজ়ার্স। দৃশ্য দুই: ৭ জানুয়ারি, ২০২৬। কালো এসইউভির উপর ছড়ানো গোলাপের পাপড়ি। তার উপরে কালো ফুলহাতা জ্যাকেট আর ধূসর ট্রাউজ়ার্স পরে দাঁড়িয়ে ভিড়কে অভিনন্দন জানাচ্ছেন সেই তিনিই। কালের ব্যবধান আড়াই বছর। স্থান এক— উত্তরRead More →