আরও বেশি স্টেশনে থামবে এসি লোকাল, আপাতত পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ বিভাগে চালু হচ্ছে পরিষেবা
2025-09-09
আরও বেশ কয়েকটি স্টেশনে থামবে এসি লোকাল। আপাতত পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকালে এই ব্যবস্থা চালু করছে শিয়ালদহ বিভাগ। যাত্রী সংখ্যা দেখে পরে পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছে রেল। যে নতুন স্টেশনগুলিতে ট্রেন থামবে, সেখান থেকে আপাতত এসি লোকালের মাসিক টিকিটের ব্যবস্থাও থাকছে না। ১৫ সেপ্টেম্বর থেকেRead More →