‘আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি!’ গানের মঞ্চে ভাষা-বিতর্কে ফের চাঁছাছোলা ইমন
2024-12-08
সমাজমাধ্যমের চর্চায় ইমন চক্রবর্তী। অস্কার মনোনয়নের জন্য নয়। বরং সেই চর্চাকে ছাপিয়ে গিয়েছে তাঁর বাংলা ভাষা নিয়ে করা মন্তব্য। বৃহস্পতিবার এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন ইমন। গানের মধ্যেই চিৎকার করে এক যুবক বলে উঠলেন, ‘হিন্দি গানা গাইয়ে না, নাচেঙ্গে’। সপ্রতিভ ভাবে জোরালো কণ্ঠে প্রতিবাদ করেছেন ইমন। সেইRead More →