৪০ বছরের সেতু নড়বড়ে হচ্ছিল প্রতি দিন, আমল দেওয়া হয়নি! গুজরাতে গম্ভীরা-বিপর্যয়ে ১০ প্রাণহানির পর নিশানায় প্রশাসন
2025-07-09
মোরবীকাণ্ডের ৩ বছর পরে গুজরাতে আবার একটি সেতু বিপর্যয়। এ বার ঘটনাস্থল বডোদরা। বুধবার সকালে মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর মিলেছে। আহত বেশ কয়েক জন। স্বাভাবিক ভাবেই এ নিয়ে হইচই শুরু হয়েছে। এর মধ্যেই স্থানীয়েরা আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। অভিযোগ, ৪০Read More →