নিজেদের দ্বিতীয় আর একটা সুযোগ দিচ্ছেন সাইনা নেওহাল ও পারিপাল্লি কাশ‍্যপ। ভারতের এই ব্যাডমিন্টন দম্পতি বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন। কিন্তু আবার তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন । শনিবার ইন্সটাগ্রামে সাইনা দু’জনের একটা ছবি পোস্ট করে লিখেছেন, “মাঝে মাঝে দূরত্ব শিখিয়ে দেয় একসঙ্গে থাকার মূল‍্য। আমরা আবার চেষ্টা করছি।” স্বাভাবিক ভাবেই সাইনারRead More →