তাঁর পূর্বপুরুষেরা ছাগল, ভেড়া চরাতেন। তাঁর বাবা, কাকাও একই কাজ করেন। বাদ যাননি তিনিও। সংসারের হাল টানতে তাঁকেও একই দায়িত্ব তুলে নিতে হয়েছে কাঁধে। কিন্তু ছাগল চরানো সেই যুবকই তাক লাগিয়ে দিলেন সকলকে। ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আইপিএস হতে চলেছেন তিনি। বীরদেব সিদ্দাপ্পা। মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা। ২০২৪ সালে ইউপিএসসি পরীক্ষায়Read More →