আইপিএলের প্লে-অফের আগে কোহলিদের দলে নতুন ক্রিকেটার, কাকে নিল আরসিবি?
2025-05-22
আইপিএলের প্লে-অফে উঠে গিয়েছে বিরাট কোহলির দল বেঙ্গালুরু। তবে প্লে-অফে তারা পাবে না ইংল্যান্ডের জেকব বেথেলকে। দেশের হয়ে খেলার জন্য ফিরে যাচ্ছেন তিনি। তাঁর পরিবর্ত হিসাবে নিউ জ়িল্যান্ডের টিম সিফার্টকে নিল বেঙ্গালুরু। দু’কোটি টাকায় সই করানো হয়েছে তাঁকে। নিউ জ়িল্যান্ডের সিফার্ট টি-টোয়েন্টিতে মারকুটে ব্যাটার বলেই পরিচিত। ৬৬টি ম্যাচ খেলে ৫,৮০০-রওRead More →