নিকাশি নালায় ‘নরবলি’! এ বার বানতলা চর্মনগরী, আইন-আদালতকে বুড়ো আঙুল দেখানো চলছেই
2025-02-03
জেনেশুনেও কাউকে বিষাক্ত গ্যাসের গহ্বরে পাঠিয়ে দেওয়াটাকে ‘বলি দেওয়া’ ছাড়া আর কীই বা বলা যায়! আইন আছে। সুপ্রিম কোর্টের ভূরি ভূরি নির্দেশিকা রয়েছে। রয়েছে ক্ষতিপূরণের আদেশ। কিন্তু দেশে ম্যানহোল সাফাইয়ের ব্যবস্থাপনা এখনও সেই তিমিরেই। কলকাতার উপকণ্ঠে বানতলার চর্মনগরীর ঘটনা আরও এক বার সেটাই প্রমাণ করে দিল। ম্যানহোলে নেমে বর্জ্যমিশ্রিত পাঁকেRead More →