গোটা দিন ধরে কর্মবিরতি কেন? এতে আদালতের উপর মামলার চাপ বৃদ্ধি পায়, আইনজীবীদের বিকল্প ব্যবস্থার পরামর্শ কোর্টের
2025-09-14
সারা দিন ধরে কর্মবিরতির সিদ্ধান্ত না-নেওয়ার জন্য আইনজীবীদের অনুরোধ করল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, এর ফলে মামলা জমতে থাকে, যার জেরে ‘আদালতের উপর চাপ বৃদ্ধি পেতে থাকে’। সম্প্রতি হাই কোর্টের সিনিয়র আইনজীবীদের উদ্দেশে এমনটাই বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তাঁদের বলেন, “পূর্ণদিবস কর্মবিরতি (না-করা)-র বিষয়টি ভেবে দেখুন। সময় বদলেছে।”Read More →