দু’গোলে এগিয়েও ড্র, আইএসএলে প্রথম ম্যাচ জেতা হল না মোহনবাগানের, চিন্তা রক্ষণ নিয়ে

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল। তাতেই নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া হল মোহনবাগানের। দু’গোলে এগিয়ে গিয়েও ঘরের মাঠে মোহনবাগান ড্র করল মুম্বই সিটির বিরুদ্ধে। খেলা শেষ হল ২-২ অমীমাংসিত অবস্থায়। দ্বিতীয়ার্ধে দু’গোল হজম করা মোহনবাগানের রক্ষণ নিয়ে চিন্তা থেকেই গেল। প্রথমার্ধে মুম্বই রক্ষণের ভুলে দু’টি গোল করেRead More →