অহমদাবাদ বিমানবন্দরেই ১৯৮৮ সালে মৃত্যু হয়েছিল ১৩০ জনের! দেশে এমন দুর্ঘটনার নজির ক’টি?
2025-06-12
গুজরাতের অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমানের ভেঙে পড়া ভারতের উড়ান-ইতিহাসে অন্যতম বৃহৎ দুর্ঘটনা বলে চিহ্নিত হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী (পাইলট এবং তাঁর সহকারী-সহ) ছিলেন ওই উড়ানে। ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীও। দুর্ঘটনার প্রকৃতি দেখে আশঙ্কা করাRead More →