ধারাভাষ্য দেওয়ার সময় প্রায়শই মাঠে থাকা ক্রিকেটারদের নিয়ে মজা করে থাকেন ধারাভাষ্যকারেরা। প্রশংসা যেমন করেন, তেমনই ভুল হলে সমালোচনা করতেও ছাড়েন না। সে ভাবেই নেথান লায়নের পিছনে লাগলেন কেরি ও’কিফ। প্রাক্তন ক্রিকেটার লায়নকে ‘টাকলু’ বলে সম্বোধন করেছেন। তা শুনে ভাষা হারান অ্যাডাম গিলক্রিস্ট। মেলবোর্নে ভারতের প্রথম ইনিংস চলাকালীন ব্যাট করছিলেনRead More →