১৭ লক্ষ প্রদীপের ‘রেকর্ডে’ উদ্ভাসিত অযোধ্যার দীপোৎসবে মোদী, পুজো দিলেন রামমন্দিরে
2022-10-24
দীপাবলির আগেই ঝলমলিয়ে উঠল অযোধ্যা। ১৭ লক্ষ প্রদীপের আলোয় উদ্ভাসিত সরযূ তীরে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারই মোদী অযোধ্যার রামমন্দিরে রামলালা দর্শন করেন। দেন পুজোও। রবিবারই অযোধ্যায় পৌঁছন মোদী। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। বিকেল সাড়ে ৪টেয় তিনি যান মন্দির নগরী অযোধ্যায়। সেখানে রামমন্দির প্রাঙ্গণে দর্শনRead More →