জরুরীপরিস্থিতিতে নির্দিষ্ট ব্যবহারের জন্য সেরাম ইনস্টিটিউটঅফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকেরকরোনা প্রতিষেধককে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলারজেনারেল অফ ইন্ডিয়া (ডিসি জি আই)। রবিবারসকালে বিবৃতি জারি করেডিসিজিআইয়ের তরফে  ভিজিসোমানি জানিয়েছেন, পর্যাপ্ত পরীক্ষার পর সিডিএসসিও বিশেষজ্ঞকমিটির সুপারিশ মেনে নিয়ে সেরামএবং ভারত বায়োটেককের করোনাপ্রতিষেধককে জরুরী পরিস্থিতিতে নির্দিষ্টব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে। পাশাপাশিক্যাডিলা হেলথকেয়ারকে তৃতীয় দফার ট্রায়ালেরছাড়পত্র দেওয়া হয়েছে।প্রতিষেধক ১০০ শতাংশ নিরাপদহলেই তবেই ছাড়পত্র দেওয়াহচ্ছে। উল্লেখকরা যেতে পারে ভারতেইতিমধ্যেই ঢুকে পড়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন।অন্যদিকে চলতি মাসেই প্রতিষেধকদেওয়ার কাজ শুরু হয়েযাবে ভারতে। বর্তমানেএখন গোটা দেশে প্রতিষেধকেরড্রাই রান চলছে। Read More →