কাশ্মীরে মৃত বাঙালী শ্রমিকদের পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারকে দাঁড়াতে বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, ঐ পরিবারগুলির উপার্জনকারী সদস্যরা নিহত হয়েছেন। তাঁদের মৃত্যু পরিবারগুলির উপরে ক্ষতিকর প্রভাব ফেলবে। এই ক্ষতি বিপুল ও ভোলার অযোগ্য।
এএনআই
কাশ্মীরে মৃত বাঙালী শ্রমিকদের পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারকে দাঁড়াতে বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, ঐ পরিবারগুলির উপার্জনকারী সদস্যরা নিহত হয়েছেন। তাঁদের মৃত্যু পরিবারগুলির উপরে ক্ষতিকর প্রভাব ফেলবে। এই ক্ষতি বিপুল ও ভোলার অযোগ্য।
এএনআই
West Bengal Governor, J Dhankhar: West Bengal & Central Government should extend assistance to the victim families because their bread earner is gone. Their deaths will have a cascading & detrimental effect on their families' daily lives. The loss is unbearable & unforgettable. https://t.co/xiYxOPCNMe
— ANI (@ANI) October 30, 2019
Designed using Magazine Hoot. Powered by WordPress.