অনেকটাই বাড়লো রাজ্যের করোনা সংক্রমণ! হটস্পট সেই কলকাতা

চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনাগ্রাফ।এক ধাক্কায় অনেকটাই বাড়ল বাংলার করোনার সংক্রমণ। একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা গত কয়েকমাসে মধ্যে রেকর্ড বলেই জানাচ্ছেন ডাক্তাররা।বুধবার যে রিপোর্ট স্বাস্থ্য দফতর দিয়েছে তাতে যথেষ্ট আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে বাংলার আকাশে। এভাবে যদি করোনার সংক্রমণ বাড়তে থাকলে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে বেশি সময় লাগবে না।

স্বাস্থ্য দফতরের শেষ রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা গত কয়েকমাসে রেকর্ড বলেই জানাচ্ছেন ডাক্তাররা। মঙ্গলবারের সরকারি রিপোর্ট অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিল ৬২৮ জন। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন।গত ২৪ ঘটনায় চিকিৎসাধীন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৭২ জন। বাড়তে থাকা চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তবে ইতিমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭০ হাজার ৮১১ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী হয়েছেন ৫০৮ জন। এদিনে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.২৬ শতাংশ।

একদিনে রাজ্যে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের। দুজনেই কলকাতা ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা। ফলে এদিন রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৩৭ জনের লালারস পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হল রাজ্যে ৯১ লক্ষ ৭২ হাজার ৫৯৯।

রাজ্যের মধ্যে করোনার হটস্পট হয়ে উঠছে সেই কলকাতা। আর সেটাই ভাবাচ্ছে ডাক্তারদের। যদিও রাজ্য প্রশাসন সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে করোনার সংক্রমণ রুখতে সোশ্যাল ডিসটেন্স মানতে বলছেন ডাক্তারদের একাংশ।কলকাতায় একদিকে করোনা আক্রান্ত হলেন ৩৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা। যেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২১২ জন।

মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারেও জোর দিচ্ছে সরকার। মাইক্রো কনটেনমেন্ট জোনের কথাও ভাবা হচ্ছে।অপরদিকে আজ থেকে গোটা দেশের সঙ্গে রাজ্যেও ৪৫ বছরের উর্ধে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.