ভোপালের স্মৃতি ফিরিয়ে আনল বিশাখাপত্তনম (VIGAZ)। বৃহস্পতিবার অন্ধ্রের বিশাখাপত্তনমের একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে এক শিশু সহ আট জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন এলাকার ৫০০০-এর বেশি মানুষ। বিশাখাপত্তনমের কাছে গোপালপট্টমন এলাকায় রয়েছে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নাম একটি রাসায়নিক কারখানা। বৃহস্পতিবার ভোর রাতে তিনটে ওই কারখানা থেকে হঠাৎই গ্যাস লিক করা শুরু হয়। রাস্তা পেরিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে গ্যাস। চোখমুখ জ্বালা শুরু হয় সবার। সেই সঙ্গে শুরু হয় নিঃশ্বাসের কষ্ট। খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তাঁরা এসে শুরু করেন উদ্ধারকাজ। অসুস্থদের ভর্তি করা হয়েছে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে।
ঘটনার খবর দিল্লী পৌঁছাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর এ বিষয়ে সক্রিয় হয়েছে। সকালে প্রধানমন্ত্রী কথা বলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি সঙ্গে। পাশাপাশি তিনি জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের সঙ্গে কথা বলে এ বিষয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে নির্দেশ দেন। টুইট করে দেশবাসীকে এবিষয়ে বার্তা দেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi) আবার অন্ধপ্রদেশের কংগ্রেস কর্মীদের বিশাখাপত্তনমে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে সাহায্যে নামার নির্দেশ দিয়েছেন।