রাজ্যে হিংসা থামার নামই নিচ্ছে না। শনিবার বসিরহাট লোকসভা অন্তর্গত সন্দেশখালিতে তৃণমূলের গুণ্ডাদের হাতে চার বিজেপি কর্মীর মৃত্যুর পর থমথমে গোটা এলাকা। সন্দেশখালিতে এই রাজনৈতিক সংঘর্ষের পর প্রাণ ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে বাঙালি হিন্দুরা। এই ঘটনার পর সোমবার আবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। সোমবার জয় শ্রী রাম বলার অপরাধে বিজেপির দুই কর্মীকে খুন করার অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।
আরেকদিকে সোমবার রাতে উত্তর ২৪ পরগণা জেলার কাঁকিনাড়ায় বোমা বিস্ফোরণের পর এলাকায় উত্তেজনা ছড়ায়। কাঁকিনাড়ার ভাটপাড়ায় ওই বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়, আর চারজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এরাজ্যে মাত্র ৭২ ঘণ্টায় এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয় মানুষ জানায়, সোমবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বোমা বিস্ফোরণ ঘটায়, ওই বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয় আর চারজন আহত। এই বিস্ফোরণের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এলাকার কয়েকটি বাড়িতে লুটপাটের ও খবর শোনা যাচ্ছে। স্থানীয় মানুষ দোষীদের শাস্তির জন্য বিক্ষোভ দেখায়।
সোমবার হাওড়ার আমতায় বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের এক কর্মীর দেহ গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিজেপি কর্মী সমতুল দোলুই এর দেহ আমতা থানা এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। বিজেপি নেতারা এবং সমতুল দোলুইয়ের পরিবার এই ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে বলে জানায়।
এছাড়াও শনিবার সকালে আরএসএস এর বরিষ্ঠ নেতা স্বদেশ মান্নার দেহ শ্যামপুর থানার বাছরি গ্রাম পঞ্চায়েতের আমচটার বেলপুকুর গ্রামের বাগানে শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। লোকসভা ভোটে বিজেপির জয়ের পর মান্না কয়েকটি বিজয় মিছিলে অংশ নিয়েছিল। আর সেখানে সে জয় শ্রী রাম এর ধ্বনিও দিয়েছিল। বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হয় যে, জয় শ্রী রাম ধ্বনি দেওয়ার জন্যই স্বদেশকে খুন করে তৃণমূলের গুণ্ডারা।