শাসকদলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ আজকের নয়। একাধিকবার, একাদিক বিষয়ে তাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠিয়েছে সমস্ত বিরোধীদল। তবুও যেন টনক নড়ছে না কিছু নেতা-কর্মীদের। আবাস যোজনায় আবারও কাটমানির অভিযোগ। অভিযোগ মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মনিরা খাতুনের স্বামী- শেখ সুলতান এর বিরুদ্ধে।
অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা দাবি করেন প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্য মীর হামিদুল। টাকা না দিলে ঘর মিলবে না বলেও হুমকি দেন প্রধানের স্বামী শেখ সুলতান ও আরেক সদস্য মীর হামিদুল । এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মানিকচক বিডিওর কাছে।
উল্লেখ্য গত দুদিন আগে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাবির আলীর বিরুদ্ধে বাংলা আবাস যোজনায় কাটমানির অভিযোগ ওঠে। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালগ্রামের 8 জন উপভোক্তা মানিকচকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ।
গ্রাম পঞ্চায়েতের ভিএলই সাবির আলির বিরুদ্ধে তাদের অভিযোগ। ভিএলই তাদের কাছে বাংলা আবাস যোজনার ঘর বাবদ কুড়ি হাজার টাকা দাবি করেছেন। সেই দাবি মতো টাকা না দেওয়ায় বাঙ্গালগ্রামের ২৮ জন উপভোক্তার অ্যাকাউন্টে ঘরের কোনও টাকা ঢোকেনি বলে অভিযোগ। আর এই অভিযোগের মাত্র দুদিন পরে আবার একই অভিযোগ উঠল।