বৈশাখী ডালমিয়ার পর এবার কি তবে প্রবীর ঘোষাল? জল্পনা এমনই। শোনা যাচ্ছে আগামী রবিবারই বিজেপিতে যোগদান করতে পারেন উত্তরপাড়ার বিধায়ক। যদিও বিধায়কের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।
আগামী ৩১ জানুয়ারি কলকতায় আসছেন অমিত শাহ। শোনা যাচ্ছে, সেদিন তাঁর সভাতেই ঘাসফুল ছেড়ে পদ্মফুল হাতে নেবেন উত্তরপাড়ার বিধায়ক। বৈশালি ডালমিয়ার পর তাঁর বিজেপিতে যোগদানের খবরে রাজ্য রাজনীতিতে বেড়েছে জল্পনা। তবে প্রবীর ঘোষাল নিজে এনিয়ে এখনও কিছু জানাননি। বিধায়কের পদ থেকেও এখও ইস্তফা দেননি তিনি। কিন্তু তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর ইতিমধ্যেই বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রবীরবাবু। তাঁর সঙ্গে আরও কয়েকজনের গেরুয়া শিবিরে যোগ দানের সম্ভাবনা রয়েছে।
এই রবিবার বিজেপিতে যোগ দেওয়ার কথা রয়েছে বৈশালি ডালমিয়ার। এবার কলকাতা সফরে হাওড়া ডোমজুড়ে বিশাল এক সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের। রাজনৈতিকভাবে হাওড়ার এই সমাবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই সমাবেশে একাধিক তৃণমূল বিধায়কের যোগদানের জোর সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অন্যতম বৈশালী ডালমিয়া বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, হাওড়ায় অমিত শাহের এই সভাতেই দলবদল করবেন বালির এই বহিষ্কৃত সাংসদ। অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দেবেন তিনি। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই খবর সত্যি। তিনি দলবদল করবেন।
সূত্রের খবর, শুধু বৈশালীই নন, এই সভাতে একাধিক বিধায়ক দলবদল করতে পারেন। তালিকায় রয়েছেন শাসকদলের একাধিক বিধায়ক। শুধু তৃণমূল নয়, অন্যান্য রাজনৈতিক দল থেকেও বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা। তবে ঠিক কারা কারা যোগ দেবেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এখন মনে করা হচ্ছে এই দলেই থাকতে পারেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।
এদিকে সাংসদ অর্জুন সিং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারী অমিত শাহের সভায় তৃণমূল সাফ হয়ে যাবে। তিনি আরও বলেন, “অমিত শাহ হাওড়ায় আসছেন ৩১ জানুয়ারি। ওইদিন হাওড়ায় ডুমুরজলায় সভা করবেন তিনি। ওইদিন যোগদান মেলায় বিজেপিতে অনেকে যোগদান করবেন। হাই প্রোফাইল কারা সেদিন বিজেপিতে যোগদান করছেন সেটা সবাই জানেন। এনিয়ে আমি কিছু বলতে চাই না।”