দ্বিতীয় দফার পরেই শুরু হবে বিজেপির ভোটের সুনামি, বলেন দেবশ্রী চৌধুরী

“প্রথম দফার ভোটের পর রাজ্যের মানুষ বুঝে গিয়েছে বিজেপি বড় ব্যাবধানে জিততে চলেছে, বিরাট একটা ঝড় আসছে। ১ এপ্রিলের ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী হারছেন আর তারপরেই শুরু হবে বিজেপির ভোটের সুনামি। আগামী ২২ এপ্রিল উত্তর দিনাজপুরের ভোটে সেই সুনামি সাইক্লোনে পরিনত হয়ে আছড়ে পড়বে।” বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সহ পাঁচটি বিধানসভার বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

এদিন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সঙ্গে থেকে রায়গঞ্জ শহরে রোড’শো করার পর কর্নজোড়ায় রায়গঞ্জ মহকুমাশাসকের দপ্তরে প্রার্থীর সঙ্গে মনোনয়ন পত্র জমা দিতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবশ্রী চৌধুরী বলেন, সাধারন মানুষ তৃণমূল সরকারের অপশাসন থেকে মুক্তি চেয়ে মোদিজীর নেতৃত্বে সোনার বাংলা গড়তে বিজেপিকে এরাজ্যে ক্ষমতায় আনবেন। মানুষ বুঝে গিয়েছেন বিজেপিই একমাত্র বাংলাকে সোনার বাংলা করতে পারবে, আর তাই বিজেপিকে এই বিধানসভা নির্বাচনে জয়ী করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.