জরুরী পরিষেবার জন্য বাস চালাবার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর

জরুরী পরিষেবা দেবার জন্য লকডাউনে বাস চালাবার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর। লকডাউন হবার পরে বুধবার কলকাতায় সমস্ত বাস পরিষেবা বন্ধ রেখেছিল রাজ্য পরিবহন দফতর। কিন্তুু তাতে সমস্যায় পড়েছে জরুরী পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত মানুষ। অন্যদিকে হাসপাতালে যেতেও অসুবিধে হচ্ছে সাধারন মানুষের। সেইজন্য এবার শহর কলকাতায় কয়েকটি রুটে বাস চালাতে চাইছে রাজ্য পরাবহন দফতর। তারসঙ্গে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ রাখতেও বাস চালাবে রাজ্য সরকার।

দক্ষিণ কলকাতার একটা বৃহত্তর অংশের মানুষের সঙ্গে হাওড়ার সঙ্গে যোগাযোগ রাখতে হাওড়াস্টেশন থেকে কামলগাজি পর্যন্ত বাস চলবে। এসপ্ল্যানেড থেকে চলবে হাওড়ার আমতলা পর্যন্ত বাস। দক্ষিণ ও উত্তরকলকাতা শহরতলীর মধ্যে যোগাযোগ রাখতে বাস চলবে ডানলপ বালিগঞ্জের মধ্যে। বাস চলবে জোকা ও বারাসাতের মধ্যেও।

এইভাবে কয়েকটি রুটে বাস চালিয়ে কলকাতার বৃহত্তর একটা অংশে যোগাযোগ ব্যবস্থা চালু রাখছে রাজ্য পরিবহন দফতর। তবে করোনার হাত থেকে বাঁচাবার জন্য বাসের চালকদের সবরকম সুরক্ষার ব্যবস্থা করছে রাজ্য পরিবহন দফতর। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই এইরুটগুলিতে বাস পরিষেবা দেবে রাজ্য। একঘন্টা বাদে একটি করে বাস ছাড়বে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.