ASSAM ELECTION LIVE UPDATE : অসমে ভোটদানের হার ১০.৫১ শতাংশ

11.15 AM: অসম ভোটে বাংলাদেশীদের ব্যবহার করছে বিজেপি, অভিযোগ বদরুদ্দিন আজমলের

10.30 AM : সকাল ৯.৩০টা পর্যন্ত অসমে ভোটদানের হার ১০.৫১ শতাংশ

9.45 AM : দেওয়া হচ্ছে স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস

9.40 AM : ভোটারদের বুথে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং চলছে

9.39 AM : ভাগ্য নির্ধারণ হবে পাঁচ মন্ত্রী, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের

9.30 AM : কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ, ১১টি জেলার ৩৯টি আসনে ভোট

7.57 AM : নগাঁও ল কলেজের ২৬ নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিত, ইভিএম খারাপ হয়ে যাওয়ায় স্থগিত ভোট

7.50 AM : ইভিএম বিভ্রাট, ভোটগ্রহণ বন্ধ নৃত্যময়ী বালিকা বিদ্যালয়ের ১৪৬ নং বুথে, অপেক্ষায় ভোটাররা

7.20 AM : ১৩টি জেলায় মোতায়েন ৩১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

7.10 AM: শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

7.00 AM :

6:15 AM : দ্বিতীয় দফায় নির্বাচন অসমে, ভোট গ্রহণ ৩৯টি আসনে

করোনা কালে ভোট নিয়ে বেশ সতর্ক নির্বাচন কমিশন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও করোনা বিধি মেনে চলার ওপর নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রশাসন জানাচ্ছে, ভোটারদের মধ্যে লাইনে দাঁড়িয়ে যাতে শারীরিক দূরত্ব বজায় থাকে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। প্রত্যেক ভোটারকে মাস্ক পরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবহার করা হচ্ছে স্যানিটাইজার।

থার্মাল স্ক্রিনিং ছাড়া কোনও ভোটারকেই বুথে প্রবেশ করতে দেওয়া হবে না। ভোটারদের গ্লাভস দিচ্ছে নির্বাচন কমিশন। গ্লাভস পরে ভোট দিয়ে বেরিয়ে নির্দিষ্ট পাত্রে তা ফেলে আসতে হবে ভোটারদের। এছাড়াও বুথে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.