করোনা দ্বিতীয় ঢেউ প্রবলভাবে আছড়ে পড়েছে দেশে। দৈনিক সংক্রমণ তিন লক্ষাধিক । দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অক্সিজেনের আকালের সংবাদ । এমতাবস্থায় দ্রুত অক্সিজেনের ঘাটতি পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।শুক্রবার দেশে প্রভাবিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে প্রবল ভাবে উঠে এল দেশজুড়ে হাসপাতালগুলিতে অক্সিজেনের জন্য হাহাকারের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী সকলকে এব্যাপারে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এদিনের বৈঠকে তিনি বলেন, সম্ভাব্য সব রকম উপায়েই অক্সিজেনের ট্যাঙ্কারগুলিকে যাতে দ্রুত হাসপাতালগুলিতে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করছে কেন্দ্র। এপ্রসঙ্গে অক্সিজেন এক্সপ্রেসের কথাও বলেন তিনি। এরই পাশাপাশি খালি অক্সিজেন ট্যাঙ্কারগুলিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমান ব্যবহার করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এরই পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২৩টি মোবাইল অক্সিজেন প্লান্ট নিয়ে আসা হবে জার্মানি থেকে। এক সপ্তাহের মধ্যেই প্লান্টগুলি চলে আসবে ভারতে।
এছাড়া স্বাস্থ্যমন্ত্রক যে প্রতি মুহূর্তে রাজ্যগুলির সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে যোগাযোগ রেখে চলেছে তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সারাক্ষণই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এই কঠিন সময়ে সব রাজ্যগুলিকে কাঁধে কাঁধ মিলিয়ে কোভিড পরিস্থিতির মোকাবিলা করার আহ্বান জানান মোদী।
2021-04-23