রবিবার দিল্লি- হরিয়ানা সীমান্তবর্তী এলাকাগুলোতে কৃষকদের অবস্থান বিক্ষোভ ১৮ তম দিন পড়ল। দিন যত যাচ্ছে তত বেশি কৃষক আন্দোলন জটিল আকার ধারণ করে চলেছে। কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইন বিলোপের দাবিতে অনড় কৃষকরা। অন্যদিকে আইন সংশোধনের পক্ষে রাজি কেন্দ্র। কিন্তু কেন্দ্রের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কৃষকরা। পরিস্থিতি পর্যালোচনা করতে অমিত শাহের বাসভবনে যান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। অতি গুরুত্বপূর্ন এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সোম প্রকাশ। বৈঠকে সমাধান পথ বের করা নিয়ে আলোচনা করা হয়।উল্লেখ করা যেতে পারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদেরকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে সরকার ফের আলোচনায় বসতে রাজি। অবস্থান-বিক্ষোভ তুলে দিয়ে কৃষকদের উচিত আলোচনার টেবিলে বসা।
2020-12-13