আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে| কলকাতায় (Kolkata) দ্বিতীয় করোনা-আক্রান্তের হদিশ মিলল| লন্ডন ফেরত তরুণের শরীরে মিলেছে কোভিড-১৯ মারণ ভাইরাস| চলতি মাসের ১৩ তারিখ সন্ধ্যায় লন্ডন থেকে দেশে ফিরেছিল ওই তরুণ| দিল্লি থেকে যখন কলকাতায় ফেরেন, তখন থার্মাল স্ক্যানিং হয়েছিল তাঁর| দেশে ফেরার পর জ্বর ও সর্দি-কার্শির মতো উপসর্গ দেখা দেওয়ায় এতদিন গৃহ পর্যবেক্ষণের ছিল ওই তরুণ| শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দু’দিন আগেই বেলেঘাটা আইডি (Belleghata ID) হাসপাতালে ভর্তি করা হয়|
সেখান থেকে ওই তরুণের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল নাইসেডে (ন্যাশনাল ইন্সটিটিউট অফ এন্টেরিক অ্যান্ড কলেরা ডিজিজ)| বৃহস্পতিবার গভীর রাতে নাইসেড থেকে রিপোর্ট আসার পর জানা যায়, ওই তরুণ মারণ করোনাভাইরাসে (Coronavirus) সংক্রমিত| এই মুহূর্তে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই তরুণকে| হাসপাতাল সূত্রের খবর, ওই তরুণের দুই সহপাঠীও করোনায় আক্রান্ত| তাঁদের মধ্যে একজন চণ্ডীগড়ে (Chandigarh), অন্যজন ছত্তিশগড়ের (Chhattisgarh) হাসপাতালে চিকিত্সাধীন| এই তরুণ আক্রান্ত হওয়ার পর কলকাতা (Kolkata) তথা পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২|