স্টাফ রিপোর্টার, কলকাতা: বাকি আর মাত্র এক দফা৷ ভোট রয়েছে বাংলার ৯ আসনে৷ কিন্তু গত ছয় দফার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়৷ ভোটে হিংসা এড়ানো যায়নি৷ এর আগে বিভিন্ন ভোটের রিপোর্ট দেখে তাই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কমিশন৷ সপ্তম দফায় তাই দক্ষিণ ২৪ পরগনা জেলায় নজরদারি বাড়ানোর জন্য কমিশন আধিকারীকদের নির্দেশ দেন উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷
সোমবার সকালে কমিশনের আধিকারীকদের নিয়ে বৈঠক করেন উপ-মুখ্য নির্বাচন কমিশনার৷ সেখানেই তিনি বলেন, গোসাবা, বাসন্তী, ভাঙড়ের মতো এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা বেশি৷ ইতিমদ্যেই প্রচারে হিংসার রিপোর্ট পৌঁছে গিয়েছে ডেপুটি নির্বাচন কমিশনারের হাতে৷ অশান্তি এড়াতে এখন থেকেই বেশি করে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও ভোটের দিন কড়া নিরাপত্তার নির্দেশ দেন তিনি৷
এদিন সকালে উপ-মুখ্য নির্বাচন কমিশনার বৈঠত করেন ৪২ লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের সঙ্গে। ছয় দফায় ৩৩ আসনের ভোটের রিপোর্ট চেয়েছেন তিনি৷ বাকি ৯ কেন্দ্রের পর্যবেক্ষকদের জন্য ছিল নির্দেশাবলী৷ দ্রুত গণনা শেষ করার জন্য বিশেষ টিপস দেন । বিকেলে গণনাকেন্দ্রগুলি ঘুরে দেখতে পারেন বলে খবর। ভিভিপ্যাটে দ্রুত গণনা শেষ করতেও এদিন নির্দেশ দেন সুদীপ জৈন৷