পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি তাঁর নিজের নামের শব্দগুলিকেও সম্মান করেন না। তিনি রামাণ ও মহাভারতকে অসম্মান করেছেন, বলেন প্রধানমন্ত্রী।
2019-05-06
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি তাঁর নিজের নামের শব্দগুলিকেও সম্মান করেন না। তিনি রামাণ ও মহাভারতকে অসম্মান করেছেন, বলেন প্রধানমন্ত্রী।
Prime Minister Narendra Modi in Jhargram, West Bengal: He (Sitaram Yechury) did not even respect the words in his name, 'Sita-Ram,' he insulted Ramayana and Mahabharata. pic.twitter.com/1UhLcFIQY2
— ANI (@ANI) May 6, 2019
Designed using Magazine Hoot. Powered by WordPress.