কবিশেখর কালিদাস রায় শ্যামাপ্রসাদ সম্পর্কে কবিতায় লিখেছেন, “শ্যামাজননীর মহাপ্রসাদ শ্যামাপ্রসাদ”। সত্যিই তাই, বাংলাতে শ্যামাপ্রসাদের আবির্ভাব মহাকালীর প্রলয় নৃত্যের মত। তিনি না থাকলে সেইসময়ে হিন্দু বাঙালীকে বাঁচানোর আর কেউ ছিলেন না।
মনে পড়বে স্বামী বিবেকানন্দের কবিতা ‘Kali the Mother’ কবিতাটি:
“সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে,
কাল-নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারি কাছে আসে ।”
2019-07-06