৩১ জুলাই রাজ্যে আসছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপির সদস্যপদ অভিযানের সর্বভারতীয় আহ্বায়ক শিবরাজ সিং চৌহান। সারা দেশ জুড়ে সদস্যপদ অভিযানের কর্মসূচি খতিয়ে দেখতেই তাঁর এই রাজ্য সফর বলে জানা গিয়েছে।
মূলত, রাজ্যের সদস্যপদ অভিযানের কাজ খতিয়ে দেখতেই তিনি রাজ্যে আসছেন। শহরের বুদ্ধিজীবি থেকে সমাজের বিশিষ্ট নাগরিকদের সঙ্গেও সাক্ষাৎ করে বিজেপির সদস্যপদ নিজের হাতে তুলে দেবেন। কলকাতা ছাড়াও তিনি শহরতলির মিলিয়ে মোট ৫ জেলাতেও তিনি সদস্যপদ অভিযানের কাজ ক্ষতিয়ে দেখবেন। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় সদস্যপদ অভিযানের কাজ ক্ষতিয়ে দেখবেন। এছাড়াও শিবরাজ সিং চৌহান শহরে বিক্ষোরোপণ করবেন। কলকাতায় বিজেপির সদস্যপদ অভিযানের সঙ্গে যুক্ত সকল কার্যকর্তাদের সঙ্গে একটি বৈঠকও করবেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলায় জেলায় বুদ্ধিজীবি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা প্রথমে রাজ্য কমিটিতে পাঠানো হবে। তার পর সেই তালিকা বিশিষ্ট ব্যক্তিদের হাতে নতুন সদস্যপদের কাগজ তুলে দেওয়া হবে।
রাজ্য বিজেপি সম্পাদক ও বিজেপি সদস্য অভিযানের সদস্য তুষারকান্তি ঘোষ বলেন, ” শিবরাজ সিং চৌহানের রাজ্য সফর সূচি চুড়ান্ত হয়ে গিয়েছে। রাজ্যের সদস্যপদ এর কর্মসূচি ক্ষতিয়ে দেখতেই তিনি রাজ্যে আসছেন”