এ বার কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার পড়ল শঙ্কর সিংয়ের নামে। একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির থেকে নেওয়া কোটি কোটি টাকা কাটমানির জোরেই কি তিনি রানাঘাট জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি? পোস্টারে তোলা হয়েছে সেই প্রশ্নও।
এই পোস্টারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রানাঘাটে। আজ সকালে ঘুম ভাঙতেই এলাকার মানুষজনের নজরে আসে ওই পোস্টার। রানাঘাট থানার রামনগর, আইশতলা, গড়ের বাগান, হবিবপুর এলাকায় বিভিন্ন বাড়ি ও দোকানের গায়ে সাঁটানো হয়েছে পোস্টারগুলি। ‘প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের’ নামে দেওয়া ওই পোস্টারে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কোম্পানির থেকে কোটি কোটি টাকার কাটমানি নেওয়ার অভিযোগ আনা হয়েছে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক শংকর সিংয়ের বিরুদ্ধে। সেই টাকার জোরেই শংকর সিংহ তৃণমূল কংগ্রেসের রানাঘাট জেলার সভাপতি হয়েছেন কি না তোলা হয়েছে সেই প্রশ্ন।
এ ব্যাপারে শঙ্কর সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ সব ব্যাপারে কথা বলতে আমার রুচিতে বাধে। আমাকে জেলার মানুষ চেনেন। চার দশক ধরে আমাকে দেখছেন। এই অভিযোগের যদি সারবত্তা থাকতো তবে যাঁরা এই অভিযোগ এনেছেন তাঁরা পার্টি ফোরামে কথা বলতেন। এমন পেছন থেকে পোস্টার মারতেন না।”
স্থানীয় বিজেপি নেতা মনোজ বিন বলেন, “এ ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। নিজেদের দলের মধ্যে হাজার গোষ্ঠী। সেই বিবাদ সামলাতেই বিজেপির নামে দোষ দিচ্ছে তারা।”