ফের বড়সড় ভাঙন দেখা দিলো শাসক দল তৃণমূলে। আজ মঙ্গলবার হুগলী জেলার আরামবাগ লোকসভার অন্তর্গত দুটি পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিজেদের দখলে নিলো বিজেপি। পুরশুড়ার তালপুর ও তারকেশ্বরের চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের সব পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন। পঞ্চায়েত সদস্যদের বিজেপিতে যোগদানের পর, ওই দুটি পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে যায় শাসক দল।
পঞ্চায়েত সদস্যদের দলে টেনে নেওয়ার পর বিজেপি নেতা মুকুল রায় প্রেস কনফারেন্স করে জানান, ‘লোকসভা নির্বাচনের ৩৬ টি ইভিএম না গুনেই আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়কে হারিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের এরকম গুন্ডামির প্রতিবাদেই সৎ তৃণমূল নেতারা আজ বিজেপিতে যোগ দিলেন।”
আরেকদিকে হুগলির আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়কে আজ গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ। যদিও কি কারণে গ্রেফতার করা হয়েছে সেটা স্পষ্ট জানাতে পারেনি পুলিশ। অকারণে থানায় নিয়ে গিয়ে দুই ঘণ্টা বসিয়ে রাখার পর ওনাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে যে, তপন রায় বিজেপির দলীয় কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে আড্ডা মারছিলেন, এবং সেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কনভয় যাওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে তপন রায় এবং দলের আরও কর্মীরা ‘জয় শ্রী রাম” ধ্বনি দিতে পারেন, সেই আশঙ্কায় পুলিশ তপন রায়কে গ্রেফতার করেছিল। যদিও এখনো অফিসিয়ালি কি কারণে গ্রেফতার করা হয়েছিল সেটা জানায় নি পুলিশ।
আরেকদিকে টলিউডের অভিনেতা প্রদীপ ধর আজ বিজেপির রাজ্য অফিসে গিয়ে বিজেপিতে যোগ দেন। প্রদীপ ধরের বিজেপি যোগের পর মুকুল রায় বলেন, ‘টলিউডের অবস্থা খুব শোচনীয়। ওখানেও শুধু টাকা খাওয়া খাওয়ি হচ্ছে। উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন নে, অভিনেতা এবং কর্মীরা। ওখানে এখন মুখ্যমন্ত্রীর জয়গান করলে, সব মিলছে। আসল কাজের দাম আর দেওয়া হচ্ছেনা।”