স্বাস্থ্য ভবনের ফরমান মানল না খোদ উত্তরবঙ্গ মেডিক্যালই, জানালো ওপিডি বন্ধই থাকবে

কাল, শুক্রবার থেকে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ ও ইমার্জেন্সি খুলতেই হবে বলে উপর মহলের ফরমান আসার পরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিল, তারা আগামী ২৪ ঘণ্টা কোনও বহির্বিভাগ খুলতে অপারগ। শুধুমাত্র আশঙ্কাজনক রোগীদের ইমার্জেন্সিতে দেখা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও সচিবতে সেখানে চিঠিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার ও প্রিন্সিপ্যাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিবৃতির পরে উদ্ভূত দুর্ভাগ্যজনক পরিস্থিতির ফলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সমস্ত ইন্টার্ন, হাউস স্টাফ ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা পুরোপুরি কর্মবিরতিতে চলে গেছেন।

বৃহস্পতিবারের জেনারেল বডি মিটিংয়ে স্থির হয়েছে কাল সমস্ত ওপিডি বন্ধ থাকবে। শুধুমাত্র মুমূর্ষু রোগীদের ইমার্জেন্সিতে দেখবেন ফ্যাকাল্টি মেম্বার ও মেডিক্যাল অফিসারেরা। হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভরত ডাক্তারদের সমস্ত দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবি জানানো হয়েছে মিটিংয়ে। আর সিনিয়র ডাক্তারেরাও উপযুক্ত নিরাপত্তা ও জনবল ছাড়া ২৪ ঘণ্টার বেশি হাসপাতালের কাজ চালাতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার এসএসকে এমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রোগীদের বিপদে ফেলে আন্দোলন তিনি বরদাস্ত করবেন না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবেন। তার পরেই স্বাস্থ্য ভবনের তরফে সব হাসপাতালের সুপারদের চিঠি পাঠিয়ে বলা হয়, সব সরকারি হাসপাতালের ওপিডি ও ইমার্জেন্সি খুলে পরিষেবা না দিলে যাঁরা বাধা দেবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.