সোমবারে হোলি, রঙের উৎসবে ভাসবে গোটা দেশ। এ দিন বেলা আড়াইটা অবধি চলবে না মেট্রো, টুইট বার্তায় জানাল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে লেখা হয়েছে, “হোলি আপডেট, ২৯ মার্চ ২০২১ -এ দিল্লি মেট্রোর কোনও লাইনে বেলা আড়াইটা অবধি মেট্রো পরিষেবা চালু থাকবে না। এয়ারপোর্ট এক্সপ্রেস মেট্রো/র্যাপিড মেট্রোতেও থাকবে না পরিষেবা।”
চলতি সপ্তাহেই দিল্লি দুর্যোগ মোকাবিলা দফতর রাজধানী শহরে প্রকাশ্যে রঙ খেলা নিষিদ্ধ করেছিল। সরকারি নির্দেশিকায় দিল্লির ডিজস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে জানানো হয়, রাজধানীর করোনা পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিন যেভাবে সংক্রমণের গ্রাফচিত্র ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে সংক্রমণের বিস্তার রোধে চলতি বছর প্রকাশ্যে হোলি, নবরাত্রি, শবে-বরাত উদযাপনের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হল।
আরও খবর পড়ুন – ট্রাম্পের সফরে দিল্লিতে অশান্তি, বাংলাদেশ সফরে বিক্ষোভ: মোদীকেই সামলাতে হবে ‘হিন্দুত্ববাদী’দের
এছাড়াও ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, বাইরের রাজ্য থেকে আগত যাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক। সংক্রমণ রুখতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল এবং বিমানবন্দরে যাত্রীদের র্যাট, আরটি-পিসিআর (Rat, RT-PCR) ইত্যাদি পরীক্ষা করে তবেই প্রবেশের অনুমতি দিতে হবে।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ ক্রমেই বিপজ্জনক আকার নিতে শুরু করেছে দেশজুড়ে। দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। সংক্রমণ রুখতে আগামী রবিবার থেকেই নাইট কার্ফু-র সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। নাইট কার্ফু-র জেরে রাত ৮ টায় বন্ধ করে দেওয়া হবে শপিং মল থেকে শুরু করে সমস্ত দোকান-ঘাট।
কোভিড-১৯ গাইডলাইন কঠোর ভাবে মেনে চলার ব্যাপারে রাজ্যবাসীকে সতর্ক করেছেন উদ্ধ্বব ঠাকরে। জেলা জুড়ে লকডাউন হবে কিনা, সে ব্যাপারে তিনি জানিয়েছেন এ সিদ্ধান্ত নেবেন জেলা শাসকেরাই। এছাড়া সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, রাজ্যব্যাপী আকষ্মিক কোনও লকডাউন হবে না। সাধারণ মানুষকে এব্যাপারে আগাম নোটিশ দেওয়া হবে।
শুক্রবার মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯০২ জন। অর্থাৎ প্রায় ৩৭ হাজার। একই সঙ্গে মোট মৃত্যু হয়েছে ১১২ জনের। গত পাঁচ দিনে এরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১.৩ লক্ষ।