পুজোর আগে দিল্লিতে দিলীপ ঘোষ, মুকুল রায়দের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ। সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছল, পুজো মিটলেই মাসে একবার করে বাংলায় সফরে আসবেন প্রাক্তন ও বর্তমান বিজেপি সভাপতি। সেই মতো নভেম্বর ও ডিসেম্বরে নাড্ডা এবং অমিত শাহ বাংলা সফর সেরে ফেলেছেন। এবার জানা গেল পরের মাস থেকে মাসে একবার করে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদীও।
বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, নাড্ডা, শাহের পাশাপাশি প্রধানমন্ত্রীও প্রতি মাসে একবার করে বাংলা সফরে আসবেন। তবে জানুয়ারি মাসে কবে মোদী আসবেন তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন মেদিনীপুরের সাংসদ।
অর্থাত্ একুশে বাংলার ভোটকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক কতটা গুরুত্ব দিচ্ছেন তা এই সফরসূচিতে স্পষ্ট। মাসে একবার মোদী বাংলায় আসবেন শুনে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ওঁদের আর কোনও কাজ নেই তো! যতই করুক, বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না।
জানুয়ারি ও ফেব্রুয়ারি দু’দিন করে তিনি পশ্চিমবঙ্গ সফরে আসবেন অমিত শাহ। একই ভাবে বিজেপি সভাপতি জেপি নাড্ডা আসবেন দু’দিন করে। মার্চ মাসে দু’দফায় রাজ্যে এসে চার দিন সফরের পরিকল্পনা রয়েছে বিজেপির সর্বোচ্চ সারির এই দুই নেতার। তার পর এপ্রিল মাসে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে পনেরো দিন থাকতে পারেন বলে একটি সূত্র দাবি করছে। এমনকি এও খবর, হোটেল নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য কলকাতায় একটি ফ্ল্যাট বা বাড়ি ভাড়া করা হতে পারে।
জানুয়ারির গোড়ার দিকে হাওড়ায় একটি সমাবেশ করতে পারেন অমিত শাহ। সেখানে বড় যোগদান হতে পারে বলেও খবর। এমনিতেই হাওড়ার এক নেতাকে নিয়ে সম্প্রতি রাজ্য রাজনীতিতে বিস্তর জল্পনা তৈরি হয়েছে। তাই ওই সভা কবে হয় সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।