আগামীকাল, শনিবার থেকে চলতে শুরু করবে মেট্রোরেল। প্রথমে খুব কম সংখ্যায় হলেও, এই লকডাউনের বিধিনিষেধের মধ্যেই আংশিক ছাড়ের অনুমতি মিলল এই গণপরিবহণের ক্ষেত্রে। রেল মন্ত্রক সূত্রের খবর, সকালে ৫ জোড়া অর্থাৎ ১০টি এবং বিকেলে আরও ৫ জোড়া অর্থাৎ আরও দশটি ট্রেন চালানো হবে প্রাথমিক ভাবে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ট্রেন। সকাল ৯টা থেকে শুরু করে, ১১টা পর্যন্ত প্রতি আধ ঘণ্টা অন্তর দু’প্রান্তের দুটি স্টেশন থেকে ছাড়বে ট্রেন, আবার বিকেল চারটে থেকে সন্ধে ৬টা পর্যন্তও একই ভাবে আধ ঘণ্টা অন্তর মেট্রো চলবে কাল থেকে।