অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমের (VIGAZ) গ্যাস লিকের ঘটনায় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার ভূপালের কায়দায় বিশাখাপত্তনমে গ্যাস লিক হওয়ায় ১০ জনের মৃত্যু সহ পাঁচ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার তীব্রতার জেরে সকাল সকাল অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর জগনমোহন রেড্ডি সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তারপরেই জরুরি বৈঠকের জন্য তলব করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। বৈঠকেই সিদ্ধান্ত হয় অন্ধ্রপ্রদেশ সরকারকে সর্বতোভাবে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। আর ভেঙ্কটপুরম গ্রামে এই গ্যাস লিকের ঘটনায় অন্ধ্রপ্রদেশ সরকারের ঘুম উড়েছে।
দিল্লিতে বৈঠক শেষের পরে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। সেই টুইটারে তিনি লেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ঘটে যাওয়া ঘটনা কাজে লাগানো হয়েছে। কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে দুর্গত মানুষদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই হায়দ্রাবাদ থেকে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jaganmohan Reddy)। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যে তিনি আশ্বস্থ, তা বোঝা গিয়েছে অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর শারীরিক ভাষায়। শেষ পাওয়া খবরে আক্রান্ত ১০ জন মানুষ ভেন্টিলেশনে রয়েছে।