টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান আজকাল সব খবরের শিরোনামে। নুসরত জাহান কিছুদিন আগে হিন্দু শাস্ত্র মতে বিয়ে করেছেন, আর এরপর উনি মাথায় সিঁদুর দিয়ে আর মঙ্গলসুত্র পড়ে সংসদে যাওয়ায় কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছেন। কট্টরপন্থীদের রোষের মুখে পড়ার পর, নুসরতের সমর্থনে তৃণমূল কংগ্রেসের কেউ না দাঁড়ালেও বিজেপি নুসরতের সমর্থন করেছে। এমনকি নুসরতও কট্টরপন্থীদের যোগ্য জবাব দিয়েছেন।
আর এরই মধ্যে শ্রীকৃষ্ণের ভক্তি প্রচার করা আন্তর্জাতিক সংস্থা ‘ইস্কন” বসিরহাটের তৃণমূল সাংসদকে রথযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠিয়েছে। আর নুসরত জাহান ও ইস্কনের আমন্ত্রণ স্বীকার করেছেন। যদিও এটা প্রথমবার না। এর আগেও নুসরত রথযাত্রায় ইস্কনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন।
পাওয়া তথ্য অনুযায়ী, এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তৃণমূলের সাংসদ নুসরত জাহান কলকাতায় ইস্কনের তরফ থেকে আয়োজিত রথযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ৪ ঠা জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রথের দড়ি টেনে শুভারম্ভ করবেন।
এরপর ভগবান জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার আরতি করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এছাড়াও উপস্থিত থাকবেন নুসরত জাহানের স্বামী নিখিল জৈন। এই রথযাত্রায় ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিও উপস্থিত থাকবেন।
তৃণমূলের সাংসদ নুসরত জাহান টুইট করে রথযাত্রায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। নুসরত বলেন, ওনাকে কলকাতার ইস্কন মন্দিরের তরফ থেকে রথযাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।