ভোটের জন্য পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। মে মাসের ২৬ তারিখ হয়েছিল পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা। তার ঠিক ২৪ দিনের মাথায় ২০ জুন প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং-এর ফলাফল।
দু’লক্ষ ১৩ হাজার ছাত্রছাত্রী এ বার ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল। ফলাফল বেরোবার পরেই শুরু হবে সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির কাউন্সেলিং।
গত কয়েক বছর ধরেই ইঞ্জিনিয়ারিং-এ খানিকটা খড়া চলছে। বেসরকারি তো বটেই, অনেক সরকারি কলেজেই খালি থাকছে আসন। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে তবু ছাত্রছাত্রীদের চাহিদা থাকলেও, সিভিল বা অন্য ক্ষেত্রে সেই চাহিদা নেই বলেই মত শিক্ষা মহলের অনেকের। এখন দেখার ২০১৯-এর ফল প্রকাশের পর সেই পরিস্থিতি কতটা বদলায়। বা আদৌ বদলায় কি না।